শিরোনাম:

আয় বেড়েছে সেন্ট্রাল ইনস্যুরেন্সের

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৮, ২০২১


শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানী সেন্ট্রাল ইনস্যুরেন্সের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন ২০২১ ও অর্ধবার্ষিক জানুয়ারি-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানীর শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানী সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সেন্ট্রাল ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছরের সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৩৯ টাকা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.১৯ টাকা ৪৮.৭১ শতাংশ।

এদিকে দুই প্রান্তিক মিলে অর্থাৎ অর্ধবার্ষিকে কোম্পানীর শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৩০ টাকা। আগের হিসাব বছরেরর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ০.৯৫ টাকা। অর্ধবার্ষিকে কোম্পানীর শেয়ারপ্রতি আয় বেড়েছে ০.৩৫ টাকা ৩৬.৮৪ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬/৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৫.৬৩ টাকা।